আমার ব্যক্তিগত জীবনে অনেকগুলো অনলাইন সাইট দেখি । আসলে তার মধ্যে সবচেয়ে চমৎকার হলো এই ব্লগিং । যেখানে আপনি আপনার সকল অনুভূতি অনায়াসেই শেয়ার করতে পারেন । আজ এক বছরের ও বেশী সময় অনলাইনে কাটালাম, কিন্তু এত ভাল এবং বিশ্বাসযোগ্য অনলাইন ইনকাম এর উৎস কোথাও পাই নি । আমার বর্তমানে goggle adsence থেকে এড শো করার অনুমোদন দিয়েছে , আশা করি আমি অল্প কিছু দিনের মধ্যেই সফলতা পেয়ে যাব ।এখন আমি অনেক খুশি কারণ গুগল আমাদের বাংলা ভাষায় মনের সকল অনুভূতি শেয়ার করার সুযোগ করে দিয়েছে ।