Skip to main content

Posts

Showing posts from September, 2018

Importance of English

আমরা আজকে ইংরেজী নিয়ে আলোচনা করব । আমরা কি জানি ইংরেজীর গুরুত্ব কি ? ইংরেজী ভাষা কোথায় ব্যবহার করা হয় ? ইংরেজী শিখার জন্য অর্থ্যাৎ ইংরেজীতে দক্ষ হতে হলে কি করতে হবে ? আজকে আমরা এসব প্রশ্ন নিয়ে কথা বলব । তার আগে বলে নিই যারা এখনো ইংরেজী জানেন না সময় থাকতে লেগে পরেন   । ইংরেজীর গুরুত্ব Importance of English *Communication (যোগাযোগ) *Higher Level Education (উচ্চমাধ্যমিক শিক্ষা) *Job sector (চাকরির ক্ষেত্র) *Office sector (অফিসের ক্ষেত্র ) *Teaching sector (শিক্ষাদানের ক্ষেত্র ) *Computer or Internet (কম্পিউটার অথবা ইন্টারনেট ) এছাড়াও ইংরেজীর আরও প্রয়োজনীয়তা রয়েছে । Communication: দেশে বিদেশে যেকোনো ক্ষেত্রে যেকোনো ব্যক্তির সাথে এই আন্তর্জাতিক ভাষা ব্যবহারের দ্বারা আমরা আমাদের অনুভূতি শেয়ার করতে পারব । Higher Level Education উচ্চমাধ্যমিক শিক্ষায় অধিকাংশ বই ইংরেজীতে লিখা । আসলে সেক্ষেত্রে আমাদের পেরে উঠতে হলে ইংরেজী জানা থাকতে হবে । Job sector : চাকরির বাজার আজ কতই না দামি ।সেখানে যে স্মার্টলি ইংরেজী দক্ষতা দেখাচ্ছে তার চাকরির পাওয়া তত সহজ হচ্ছ...