আমরা আজকে ইংরেজী নিয়ে আলোচনা করব ।
আমরা কি জানি ইংরেজীর গুরুত্ব কি ?
ইংরেজী ভাষা কোথায় ব্যবহার করা হয় ?
ইংরেজী শিখার জন্য অর্থ্যাৎ ইংরেজীতে দক্ষ হতে হলে কি করতে
হবে ?
আজকে আমরা এসব প্রশ্ন নিয়ে কথা বলব ।
তার আগে বলে নিই যারা এখনো ইংরেজী জানেন না সময় থাকতে লেগে
পরেন ।
ইংরেজীর গুরুত্ব
Importance of English
*Communication (যোগাযোগ)
*Higher Level Education (উচ্চমাধ্যমিক শিক্ষা)
*Job sector (চাকরির ক্ষেত্র)
*Office sector (অফিসের ক্ষেত্র )
*Teaching sector (শিক্ষাদানের ক্ষেত্র )
*Computer or Internet (কম্পিউটার অথবা ইন্টারনেট )
এছাড়াও ইংরেজীর আরও প্রয়োজনীয়তা রয়েছে ।
Communication:
দেশে বিদেশে যেকোনো ক্ষেত্রে যেকোনো ব্যক্তির সাথে এই আন্তর্জাতিক
ভাষা ব্যবহারের দ্বারা আমরা আমাদের অনুভূতি শেয়ার করতে পারব ।
Higher Level Education
উচ্চমাধ্যমিক শিক্ষায় অধিকাংশ বই ইংরেজীতে লিখা । আসলে সেক্ষেত্রে
আমাদের পেরে উঠতে হলে ইংরেজী জানা থাকতে হবে ।
Job sector :
চাকরির বাজার আজ কতই না দামি ।সেখানে যে স্মার্টলি ইংরেজী দক্ষতা
দেখাচ্ছে তার চাকরির পাওয়া তত সহজ হচ্ছে ।
Office Sector :
অফিসে আছে আপনার কলিগ । মাঝেমধ্যেই ইংরেজীতে আপনাকে একটু ডু
মারার চেষ্টা করবে ।সেখানে কলিগদের সাথে স্মার্টলি টাইম ব্যয় করতে পারবেন ।
Teaching Sector :
শিক্ষাদান পেশায় নিজেকে দক্ষ একজন ইংরেজী শিক্ষক হিসেবে উপস্থাপন
করতে আপনাকে ইংরেজীতে অনর্গল কথা বলা জানতে হবে ।
Computer or Internet :
কম্পিউটার অথবা ইন্টারনেট এ সবকিছু ইংরেজী ভার্সন । আপনি ইংরেজী
জানলে কম্পিউটার এর কাজ অনলাইনে বিদেশীদের সাথে অনলাইনে কাজ করতে পারেন ।
ইংরেজী শিখার জন্য অর্থ্যাৎ ইংরেজীতে দক্ষ হতে হলে কি করতে
হবে ? আমরা এই প্রশ্নের উত্তর পরবর্তী লেকচারে দিব ইনশাআল্লাহ । ধন্যবাদ
!!!!!!!!!!
Comments
Post a Comment