জীবনের নানা প্রতিবন্ধকতায় অনেক কিছুই করতে হয়। সংগ্রাম মুখর এই জগতে কেউ জিতে যায় আর কেউ হেরে যায়। সুস্থ দেহে অসুস্থ মন। আবার সুস্থ দেহে অসুস্থ মন । আহা দেখিবার কেহই নাই। জীবনের এই প্রতিযোগিতায় কত কিছুই পাওয়ার আকাঙ্খা। এমন কিছু পাওয়ার প্রত্যাশা যা আকাশ কুসুম চিন্থা ভাবনার মতোই। আর যখনই তা হাত ছাড়া হয়ে যায় আহা তাহার মতো হতাশ কাউকেই দেখা যায় না এই বুঝি সকল কিছুর সমাপ্তি হয়ে গেল। একটা সুন্দর ব্যবসা, সুন্দরী একটা বউ আর থাকবে না কোনো অর্থবিত্তের অভাব, আহা কতই না স্বপ্ন নিয়ে বেচে থাকা। জীবনের কতগুলো অধ্যায় চোখের নিমিষেই চলে যায়। সোসাল মিডিয়াতে যখন কারো খুশীর খবর ভাসে আহা কতই না চমৎকার মনে হয়। কিন্তু মলিনতা মুখে লেগেই থাকে। আহা ওই যায়গায় যদি আমি থাকতে পারতাম। জীবন সংগ্রাম যে কতো কঠিন তা হয়ত আজ পর্যন্তও আমরা টের পাই নাই। জীবনের বাকে বাকে কত প্রতিবন্ধকতা। আহা আমি বুঝি দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছি। কই নাতো দায়িত্ব কেবল বেড়েই চলছে। একদিকে পরিবার, সমাজ রাষ্ট্র অনেক কিছুরই দায়িত্ব। এসব করতে গিয়ে শরীর স্বাস্থ সকল কিছুই বুঝি গেল আহা মুটেই টের পাইলাম না। জীবন যুদ্ধে আমি জয়ী নাকি পরাজিত সৈনিক আজও টের পেলাম না । আমার অপূর্ণতা বুঝি আর কাটল না। আহা কত স্বপ্ন ছিল ।আমার কি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? এসব ভাবা আর ঢের নিজেকে এক কল্পিত অন্ধকার তিমিরে যেন ডুবিয়ে ফেলার মতোই। মাথাটা যেন চিনচিন করছে। মাথার ভেতরে একপার্শ্বে ব্যথা অনুভব করছে। এই মাসে আমার কতগুলো খরচ করতে হবে। পরিবারের সদস্য অসুস্থ, তাহার পেছনে খরচ। অপরদিকে কর্মচারীদের বেতন ভাতা। এত কিছুর ভেরাজালে আটকা মোর জীবন। মন চায় যেন এক কল্পিত সাম্রাজ্যে চলে যাই। যেখানে থাকবেনা কোনো দুঃশ্চিন্থা। আমার মন যা চাইবে তাই যেন সেখানে করতে পারি। নাহ এই চিন্থাটাও আমাদের মনে উদয় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চূড়ান্ত শান্তি কেবল হয়ত মৃত্যুতেই । না সেখানে কোনো কলরব আছে আর না কোনো পেরেশানি আছে। আহা ইহা তো মহা চিন্থা করে ফেললাম। কবরে কি কোনো সুখের ব্যবস্থা করা আছে আমার জন্য নাকি শাস্তির ব্যবস্থা করা আছে তাহাও তো আমার জানা নেই।
চলবে................................
Comments
Post a Comment