পার্ট-১ঃ জীবনের নানা প্রতিবন্ধকতায় অনেক কিছুই করতে হয়। সংগ্রাম মুখর এই জগতে কেউ জিতে যায় আর কেউ হেরে যায়। সুস্থ দেহে অসুস্থ মন। আবার সুস্থ দেহে অসুস্থ মন । আহা দেখিবার কেহই নাই। জীবনের এই প্রতিযোগিতায় কত কিছুই পাওয়ার আকাঙ্খা। এমন কিছু পাওয়ার প্রত্যাশা যা আকাশ কুসুম চিন্থা ভাবনার মতোই। আর যখনই তা হাত ছাড়া হয়ে যায় আহা তাহার মতো হতাশ কাউকেই দেখা যায় না এই বুঝি সকল কিছুর সমাপ্তি হয়ে গেল। একটা সুন্দর ব্যবসা, সুন্দরী একটা বউ আর থাকবে না কোনো অর্থবিত্তের অভাব, আহা কতই না স্বপ্ন নিয়ে বেচে থাকা। জীবনের কতগুলো অধ্যায় চোখের নিমিষেই চলে যায়। সোসাল মিডিয়াতে যখন কারো খুশীর খবর ভাসে আহা কতই না চমৎকার মনে হয়। কিন্তু মলিনতা মুখে লেগেই থাকে। আহা ওই যায়গায় যদি আমি থাকতে পারতাম। জীবন সংগ্রাম যে কতো কঠিন তা হয়ত আজ পর্যন্তও আমরা টের পাই নাই। জীবনের বাকে বাকে কত প্রতিবন্ধকতা। আহা আমি বুঝি দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছি। কই নাতো দায়িত্ব কেবল বেড়েই চলছে। একদিকে পরিবার, সমাজ রাষ্ট্র অনেক কিছুরই দায়িত্ব। এসব করতে গিয়ে শরীর স্বাস্থ সকল কিছুই বুঝি গেল আহা মুটেই টের পাইলাম না। জীবন যুদ্ধে আমি জয়ী নাকি পরাজিত সৈ...
If you are a person who knows how to operate a computer but doesn't know how to set up a computer shop. If and don't know how to set up a business this post is for them. Most of us don't know how to operate a computer. But you may not have the knowledge to operate a computer. Firstly I will suggest you learn computer basics for the first time. Increase your knowledge of computers. You can gather more knowledge by visiting the nearest computer online service shop. What kind of services they are providing. Most of the computer shop services are computer typing, online form fill up, job application, scanning, email, and so on. After visiting for a few days, you can gather more knowledge about the computer shops. If you think that you can do that. Then you can go forward. Because your confidence will help you much to establish and develop your business. In any business, confidence is essential to growing more. Without confidence, nobody could succeed on this earth. You need to ...